লিংকডইন ছাড়ছেন ওয়েনার

৭ ফেব্রুয়ারি, ২০২০ ০৭:৪৯  
আগামী ১ জুন থেকে লিংকডইন এর প্রধান নির্বাহীর দায়িত্ব নিতে যাচ্ছেন প্রতিষ্ঠানটির পণ্য বিভাগের জেষ্ঠ্য ভাইস প্রেসিডেন্ট রায়ান রোজলানস্কি। অন্যদিকে এক দশকে লালন-পালন করা এই স্টার্টআপ থেকে সরে দাঁড়াচ্ছেন লিংকডইন প্রধান জেফ ওয়েনার। রেকর্ড ২৭০০ কোটি ডলারে প্রতিষ্ঠানটিকে মাইক্রেসফটের কাছে বিক্রি হওয়ায় লিংকডইন ত্যাগ করছেন তিনি। আর নিজের দায়িত্ব অর্পন করতে যাচ্ছেন প্রতিষ্ঠানের বৈশ্বিক পণ্য কৌশল বিভাগের নেতৃত্বে রয়েছেন রোজলানস্কির হাতে। রোজলানস্কি সরাসরি মাইক্রোসফট প্রধান নির্বাহী সদ্য নাদেলার নেতৃত্বে পরিচালনা করবেন পেশাদারদের এই সামাজিক যোগাযোগ নেটওয়ার্কটি। প্রসঙ্গত, ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাহী চেয়ারম্যান হিসেবে লিংকডইনে যোগ দেন ওয়েনার। গত ৫ ফেব্রুয়ারি তার পদত্যাগের খবর দিয়ে লিংকডইন এক বিবৃতিতে জানায়, “তার নেতৃত্বে বিশ্বজুড়ে ৩০টির বেশি কার্যালয়ে আমাদের কর্মীর সংখ্যা ৩৩৮ থেকে ১৬ হাজার পার হয়েছে। আমাদের সদস্য সংখ্যা তিন কোটি ৩০ লাখ থেকে প্রায় সাড়ে ৬৭ কোটি হয়েছে। বার্ষিক আয় সাত কোটি ৮০ লাখ ডলার থেকে সাড়ে সাতশ’ কোটি ডলারে উন্নীত হয়েছে।”